দাম বাড়ছে ও কমছে যেসব পণ্য ও সেবার

পদ্মাটাইমস ডেস্ক : বেশকিছু পণ্য ও সেবার ওপর শুল্ক-করের পুনর্বিন্যাসের কারণে ওইসব পণ্য ও সেবার মূল্যের হেরফের হতে পারে। বেড়ে যাতে বেশকিছু পণ্য ও সেবা মূল্য। আবার কিছু ক্ষেত্রে কমেও আসতে পারে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সেখানেই বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক-করের পুনর্বিন্যাসের কথা জানান তিনি।
দাম বাড়ছে
⦿ স্মার্টফোন, স্থানীয় এলপিজি সিলিন্ডার, সিগারেট, কোমল পানীয়
⦿ প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রী
⦿ অ্যালুমিনিয়ামের তৈরি গৃহস্থালি সামগ্রী ও তৈজসপত্র
⦿ কিচেন টাওয়েল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু ও পেপার টাওয়েল
⦿ জমির নামজারি ফি, হাটবাজারের ইজারামূল্য, চিড়িয়াখানার প্রবেশমূল্য
⦿ ভ্রমণ অথবা চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার উড়োজাহাজ টিকেট
⦿ বাসমতি চাল, কাজুবাদাম, খেজুরসহ বিভিন্ন ধরনের আমদানি করা ফল ও বাদাম
⦿ সব ধরনের আমদানি করা ওভেন
⦿ চশমার ফ্রেম ও সানগ্লাস
⦿ সাইকেলের যন্ত্রাংশ
⦿ সিরিশ কাগজ
⦿ জোড়া দেওয়ার আঠা বা গ্লু
⦿ সিমেন্ট ও নির্মাণসামগ্রীর উপকরণ
⦿ বিদেশি টাইলস
⦿ আমদানি করা দামি গাড়ি
⦿ দেশে উৎপাদিত কলম
⦿ এছাড়া আকাশ পথে দেশের এক জেলা থেকে আরেক জেলায় যেতে যেতে ২০০ টাকা ভ্রমণ কর আরোপের প্রস্তাব করা হয়েছে।
⦿ স্থলপথে বিদেশ গমনে ৫০০ টাকা ও নৌপথে ৮০০ টাকা কর বহাল রয়েছে, যা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
⦿ আকাশপথে সার্কভুক্ত দেশ ভ্রমণে এক হাজার ২০০ টাকার কর বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
দাম কমছে
⦿ ভ্যাট কমিয়ে অর্ধেক করার প্রস্তাবে মিষ্টির দাম কমতে পারে।
⦿ মাংস ও মাংসজাত পণ্য
⦿ দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেট
⦿ অভিজাত বিদেশি কাপড়
⦿ ই-কমার্সের ডেলিভারি চার্জ