নৌকার পক্ষে ব্যবসায়ী শামসুজ্জামান আওয়ালের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে গণসংযোগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল।
নগরীর বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক শামসুজ্জামান আওয়াল। নগরীর তালাইমারী, শহিদ মিনার, অক্টোয় মোড়, কাজলা এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক রাশিদুল ইসলাম রশিদ, মতিহার থানা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাদল খন্দকার, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, রাবি ছাত্রলীগের নেতা সাকিবুল হাসান বাকি, মহানগর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক হাসান রেজা, রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ফাহমিদ লতিফ, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল কবির প্রমুখ।