পরীমণির মাদক মামলা চলবে কিনা, পরবর্তী শুনানি ১৫ জুন

প্রকাশিত: জুন ৮, ২০২৩; সময়: ২:৩৯ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : আলোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলা চলবে কিনা এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে মামলা বাতিল সংক্রান্ত রুলের শুনানি শুরু হয়।

জব্দকৃত ৭ বোতল মদ আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে করে নিয়ে গিয়েছিল, মামলার এজাহার ও চার্জশিটে গড়মিল এমন চার যুক্তিতে পরীমণির মাদক মামলা বাতিল চান তার আইনজীবীরা।

শুনানিতে পরীমণির আইনজীবীরা আরও বলেন, আটকের ২৩ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা করা হয় যা অবিশ্বাস্য।

জব্দকৃত মাদকে অ্যালকোহলের মাত্রা ৪০ শতাংশ বলা হলেও কেমিক্যাল রিপোর্টে বলা হয় ১১ থেকে ১২ শতাংশ, এছাড়া তার গাড়িতে মাদক আনা নেয়া হয় সে বিষয়টিও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তার আইনজীবীরা।

পাল্টা জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২০ সালের জুনে মাদক সেবনের লাইসেন্সের মেয়াদ শেষ হয় পরীমণির। ঘটনাটি ঘটেছে একবছরেরও বেশি সময় পর। এক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলার সুযোগ নেই।

পরবর্তীতে শুনানি জন্য ১৫ জুন দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বাসা থেকে মদ উদ্ধারের দাবি করে তার। পরে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্ত হন তিনি। বর্তমানে নিম্ন আদালতে মামলাটির বিচারকাজ স্থগিত রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন