লতা মঙ্গেশকরের দেওয়া শেষ উপহার আজও সামলে রেখেছেন আশা

প্রকাশিত: জুন ১০, ২০২৩; সময়: ১১:০৬ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : দুই বোনের সম্পর্ক যে কত মধুর হয়, তার প্রমাণ ছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। মৃত্যুর আগে লতা মুঙ্গেশকরের দেওয়া শেষ উপহার আজও সামলে রেখেছেন আশা।

এবার আশা প্রকাশ্যে আনলেন সেই উপহার। কী এমন উপহার দিয়েছিলেন লতা?

তিনি বলেন, দিদি মারা যাওয়ার ছয়মাস আগে, আমায় একদিন ডেকে বলেন, আজ তোর কী চাই বল? তোর মনের যা ইচ্ছে আজকে আমার কাছ থেকে চেয়ে নে। আমি তখন ভাবতে বসলাম যে কী চাওয়া যায়?

আশা বলেন, অনেক ভেবে বললাম, আমায় তোমার একটা শাড়ি দাও, তাও তোমার সাইন করা। দিদি তৎক্ষণাৎ সেই শাড়িটা দিয়ে দিলেন আমায়। আমি সঙ্গে করে নিয়েও এসেছি।

সারেগামাপা-র মঞ্চেই এই শাড়ি সকলের সামনে এনেছিলেন আশা। তাতেও হাত বুলিয়ে দেখেন অন্যান্য কলাকুশলীরা। লতা মুঙ্গেশকরের শাড়ি বলে কথা, একবার না ছুঁয়ে দেখলে হয়? সারাজীবন এই উপহার সঙ্গে করেই রাখবেন আশা ভোসলে, জানালেন সে কথাও।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন