এবার আমার কাজ অর্থনৈতিক উন্নয়ন করা: লিটন

প্রকাশিত: জুন ১২, ২০২৩; সময়: ২:৪৮ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীতি প্রার্থী খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ মিললায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ আগামী ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য, সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়া, জনসাধারণকে ভোটকেন্দ্রে যেতে সহযোগিতা করা, ভোট কেন্দ্রে নিজেদের দায়িত্ব পালন করা, ভোটের দিনে যে কোন সমস্যা দেখা দিলে দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, এই শহরের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এটা আমরা দৃশ্যমান করেছি। এবার আমার কাজ হলো নগরবাসীর অর্থনৈতিক উন্নয়ন করা। শিল্পপতিদের নিয়ে এসে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান করা। যাতে করে আমার আপনার ছেলে মেয়েরা কাজের সুযোগ পাই।

তিনি আরো বলেন, আরেকবার আমাদের বিজয়ী হতেই হবে। বিএনপি, জামায়াত-শিবিরের যে থাবা তা দেখে বাঁচতে আমাদের ক্ষমতায় যেতে হবে। এজন্য দরকার নৌকায় ভোট। এই ভোটে খায়রুজ্জামান লিটন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর নৌকা প্রতীক। শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করলে আমাদের জয় ও উন্নয়ন হবে। তাই সকল নেতাকর্মীদের আপন আপন দায়িত্ব পালনসহ নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান লিটন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর সঞ্চলনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগর ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন