বাবা দিবসে রাজের পিতৃত্বকে ‘কটাক্ষ’ করলেন পরী
প্রকাশিত:
জুন ১৮, ২০২৩; সময়: ১০:৩৩ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্ব বাবা দিবস আজ। আর এমনই এক বিশেষ দিনে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি রাজকে ‘কটাক্ষ’ করলেন তার পিতৃত্ব নিয়ে।
রোববার (১৮ জুন) ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন পরী। যেখানে নাম সরাসরি প্রকাশ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই স্বামী শরীফুল রাজকেই কটাক্ষ করেছেন এই অভিনেত্রী।
পাঠকদের জন্য পরীর সে ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!
অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার।
মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে।
যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।🥱♥️