সেগুনবাগিচায় এসএসজির ফল উৎসব
প্রকাশিত:
জুন ১৮, ২০২৩; সময়: ২:২৯ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক : প্রখর খরতাপের গ্রীষ্মে জনজীবনে আনন্দের উপলক্ষ্য নিয়ে আসে রসালো ফলের সমারোহ। মধুমাসের এই আনন্দকে এসএসজি পরিবারের মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে ‘গ্রীষ্মকালীন ফল উৎসব’।
সম্প্রতি এসএসজির সেগুনবাগিচার কর্পোরেট হেড অফিসে এক আনন্দঘন পরিবেশে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসএসজির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ বলেন, কর্মীরাই প্রতিষ্ঠানের প্রাণ। কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে বরাবরই আমরা বিভিন্ন আয়োজন করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকের এই ফেস্টিভ্যাল। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এই আয়োজনে আম, লিচু, কাঁঠাল, জামসহ বিভিন্ন রঙের ও স্বাদের রসালো ফলের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
এ সময় প্রতিষ্ঠানের সকল বিজনেস ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগণ এই উৎসবে অংশগ্রহণ করেন।