রাসিক নির্বাচন: ভোটগ্রহণ শুরু, শান্তিপূর্ণ ভোট গ্রহণে র্যাবের কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক : সকাল ৮ টা থেকে শুরু হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল ৭ টা থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ৮ টা বাজার সাথে সাথে ভোট প্রদান শুরু করে।
এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ তৎপর দেখা গেছে। পুলিশ আনসারের পাশাপাশি র্যাবের কড়া নজরদারি দেখা গেছে।
র্যাব সদস্যরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে টহল দিচ্ছে সেইসাথে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে কড়া নজরদারি করছেন।
নগরীর ২৩ নং ওয়ার্ডের শাহ মখদুম কলেজে কেন্দ্রের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রথমবারের মত ইভিএমে ভোট প্রদান করলেও কোন অসুবিধা হয়নি।
ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকার্তারা ভোট প্রদানে সহযোগিতা করছেন। ভোট কেন্দ্রে আসতে বা ভোট দিতে কোনরকম সমস্যা হচ্ছে না বলে জানান ভোটাররা।
রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন জানিয়েছেন ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করি ভালোভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।
রাজশাহীতে এবার মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।