সিলেট সিটি করপোরেশনে ১৯০ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

প্রকাশিত: জুন ২১, ২০২৩; সময়: ৮:৪১ am | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক : উৎসবমুখর পরিবেশে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একযোগে ১৯০টি কেন্দ্রে এই ভোট কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে দলীয় মনোনীত চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক (গোলাপফুল) মার্কায়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহ জাহান মিয়া (বাস গাড়ি) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) প্রতীকে নির্বাচন করছেন।

এছাড়া কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লালাদিঘির পার দারুল আরকাম মাদ্রাসার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার শাহ শহীদুর ইসলাম ঢাকা পোস্টকে বলেন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর।

প্রসঙ্গত, ৪২ টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি কর্পোরেশনের ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন