ভোটে জয় নিশ্চিত ইনশাআল্লাহ : লিটন

প্রকাশিত: জুন ২১, ২০২৩; সময়: ১০:৫২ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন নিজ কেন্দ্রে ১৫ নং ওয়ার্ডের উপশহর স্যাটেলাইট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন। স্বপরিবারে সকাল ৯ টার দিকে ভোট দিতে আসেন তিনি।

ভোট শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর আছে। কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি।

জয়ের ব্যাপারে তিনি বলেন, প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী থাকে। আমিও শতভাগ আশাবাদী আমার জয় হবে ইনশাআল্লাহ।

নির্বাচনে ভোটারদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি ভোটকাস্ট ৬০ শতাংশের উপরে হবে বলে আশা করছি।

ভোটে বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বলেন, নির্বাচনি যা পরিবেশ তা উৎসবমুখর। বিএনপি নির্বাচনে না এসে অবশ্যই ভুল করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন