নতুন মেয়র খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন

প্রকাশিত: জুন ২২, ২০২৩; সময়: ১:৪১ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন ও শুভেচ্ছে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক ও পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক আজিজুল আলম বেন্টু।

এক বিবৃতিতে তিনি পদ্মাটাইমস পরিবারের পক্ষ থেকে নতুন মেয়র খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বিবৃতিতে আজিজুল আলম বেন্টু বলেন, পিতার মত রাজশাহীর উন্নয়নে কাজ করে গেছেন খায়রুজ্জামান লিটন। রাজশাহীবাসীর জন্য তিনি অনেক দিয়েছেন। রাজশাহীবাসীও বিপুল ভোটে বিজয়ী করে তার প্রতি কৃজ্ঞতা জানিয়েছে। আমরা আশা করে খায়রুজ্জামান লিটন পুনরায় নির্বাচিত হওয়ায় রাজশাহী অঞ্চলের উন্নয়ন তড়াম্বিত হবে।

বুধবার রাজশাহী সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুরশিদ আলম ফারুকী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার হাজার ৪৮৩ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ও জাকের পার্টির প্রার্থী গোলাপফুল প্রতীক ১১ হাজার ৭১৩ভোট। এই নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন