পরিচালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অভিনেত্রীর

প্রকাশিত: জুন ২৪, ২০২৩; সময়: ১২:৪৬ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : সাহসী পোশাক পরে নেটফ্লিক্সের শোয়ে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ‘রামায়ণ’ ধারাবাহিকের পরিচালক রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া। আর এবার সেই শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ আনলেন তিনি।

নির্মাতাদের বিরুদ্ধে স্বাক্ষীর অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে সই করানো হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি লম্বা পোস্ট করে সাক্ষী গোটা ঘটনার কথা উল্লেখ করেন।

সাক্ষী ইনস্টাগ্রামে লেখেন, নেটফ্লিক্সের ‘সোশ্যাল কারেন্সি’ গেম শোয়ের নির্মাতারা আমাকে নোংরা কাজে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। নির্মাতারা তাকে বাধ্য করছে বিভিন্ন যৌন কাজ করতে। নাইট ক্লাবে অপরিচিত ব্যক্তির সঙ্গে নাচ করতে বাধ্য করত, রাস্তায় দাঁড়িয়ে সঙ্গমের মতো আওয়াজ করতে হতো। শুধু তাই নয়, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সব কথাতেই তারা বলতেন, এটা গেম শো। এখানে এ রকমই হবে।

লন্ডনের ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা করেছেন সাক্ষী। গান গাইতে খুব ভালোবাসেন। তার গিগ (মিউজিক) পারফরম্যান্স বেশ প্রশংসিত। বছর দুয়েক আগে মুম্বাইয়ের একটি পাবে পুজা বেদির মেয়ে আলিয়ার সঙ্গে তার ঝামেলা হয়। সেখান থেকেই প্রচারের আলোয় আসেন এই সুন্দরী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন