চুক্তিভিত্তিক ম্যানেজার নেবে ব্র্যাক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩; সময়: ১১:১৭ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।  লিংক : https://www.brac.net/

পদের নাম : ম্যানেজার। (ফ্লিট ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম)।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক।

প্রার্থীর প্রয়োজনীয় দক্ষতা : ড্রাইভার ম্যানেজমেন্ট, ফ্লিট ম্যানেজমেন্ট, চালক হ্যান্ডলিং, রোড সেফটি ডিজাইন, ট্রান্সপোর্ট অপারেশন, ভেহিকল ম্যানেজমেন্ট, যানবাহন মেরামত।

অতিরিক্ত দক্ষতা ও অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে।প্রশাসন/ মোটর গাড়ির ফ্লিট ম্যানেজমেন্ট/ মেরামত/ রক্ষণাবেক্ষণে ৫ বছরের দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন : এইচসিএমপি কক্সবাজার এবং ভাষানচোরে অনুমোদিত এসওপির উপর ভিত্তি করে ফ্লিট অপারেশন এবং আই-ফ্লিট সফ্টওয়্যার বাস্তবায়ন করা; চালকদের পরিচালনার পাশাপাশি বহরে মানসম্পন্ন ড্রাইভার নিয়োগে সহায়তা করা।

বিআরটিএ সম্পর্কিত কাজগুলো পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা; যানবাহন সম্পর্কিত নথিগুলো নিশ্চিত/আপডেট করা; চালকদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করা; পর্যায়ক্রমে চালকদের প্রশিক্ষণসহ নিরাপদ ড্রাইভিং নিশ্চিতের ব্যবস্থা করা ইত্যাদি।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক।

কাজের স্থান : কক্সবাজার, অফিস জব।

বেতন : আলোচনা সাপেক্ষ।

সুযোগ-সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস। কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদনের শেষ তারিখ : ১৫ জুলাই, ২০২৩।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন