শাহরুখের ‘জওয়ান’-এর প্রশংসায় সালমান

প্রকাশিত: জুলাই ১২, ২০২৩; সময়: ১২:০৩ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: পাঠান তো জওয়ান হয়ে গেল— এমনটাই বলছেন সালমান খান। শাহরুখ খানের ‘জওয়ান’-এর প্রিভিউ ভিডিও দেখে সবার মতোই মুগ্ধ তিনি। প্রথম দিনে হলে গিয়ে এই ছবি দেখার কথা বললেন তিনি। সোশ্যাল মিডিয়াতে ছবির প্রিভিউ প্রকাশ করে খোলাখুলি কথা বলেছেন ভাইজান।

ক্যাপশনে লিখেছেন, ‘পাঠান জওয়ান হয়ে গেল। অসামান্য ট্রেলার। খুবই ভালো লেগেছে। এখন এই ধরনের ছবি আমাদের হলে গিয়েই দেখা উচিত। আমি তো নিশ্চয়ই প্রথম দিনই দেখে ফেলব। দারুণ মজা পেয়েছি।’

শাহরুখ-সালমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে প্রায় একসঙ্গেই রয়েছেন। একসময় রাকেশ রোশনের করণ-অর্জুন ছবিতে কাজ করেছিলেন তারা। তারপর মাঝে তাদের বন্ধুত্বে তিক্ততা তৈরি হয়। পরে অবশ্য ফের সমস্যা মিটিয়ে কাছাকাছি আসেন দুজনে।

অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তার বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এ খবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। এ ছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন