ফ্রান্সে আটকা পড়েছেন উর্বশী রাউতেলা

প্রকাশিত: জুলাই ১২, ২০২৩; সময়: ৪:৫২ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: জুন মাস থেকেই উত্তপ্ত ফ্রান্স। জ্বলছে হিংসার আগুনে। ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে কৃষাঙ্গ কিশোরকে গুলি করে মারার অভিযোগে ফুঁসছে দেশটি। রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন হাজার হাজার মানুষ। আমজনতার সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে আহত হয়েছেন দুই ‘শর বেশি পুলিশ। বিক্ষিপ্ত অশান্তি। বাস্তিল দিবসের প্রস্তুতির জেরে সেই রেশ এখনও খানিক হালকা হলেও ছাই চাপা আগুনের মতো মানুষের মনে জমে রয়েছে ক্ষোভ। আর সেই অগ্নিগর্ভ ফ্রান্সেই আটকে পড়েন উর্বশী রাউতেলা।

কাজের সূত্রেই ফ্রান্সে পাড়ি দিয়েছেন উর্বশী। তবে অশান্তির মাঝে আটকে পড়ে হতভম্ব এবং আতঙ্কিত হয়ে পড়েছেন মডেল-অভিনেত্রী। এদিকে মেয়ের চিন্তায় ভারতে বসে বিনিদ্র রজনী কাটাচ্ছে তার পরিবার। তিনি নিজেই জানিয়েছেন সেকথা। তবে নিজের থেকেও তার টিমের সদস্যদের জীবন সংশয় তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

‘প্যারিস ফ্যাশন উইকে’ যোগ দিতে গিয়েছিলেন উর্বশী। সেখান থেকেই তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি এখানে আটকে পড়ায় দেশে আমার পরিবার খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে। ওরা খবর দেখে-শুনে আরও আতঙ্কিত। তাই যথাসম্ভব নিজেরা সাবধানে থাকার চেষ্টা করছি। এমন সুন্দর দেশের এই ভয়ানক পরিস্থিতি দেখে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। হিংসার পরিবর্তে হিংসা পরিস্থিতি আরও জটিল করে তোলে। তবে সমবেদনা ক্ষত সারায়। ফ্রান্সের ইতিহাস, সংস্কৃতিকে আমি বরাবরই পছন্দ করি। যে বা যারা এই ঘটনার ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’

উর্বশী জানান, প্যারিসে আপাতত সব ঠিক আছে। তার জন্য সত্যিই নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও কাজের পরিসরে প্রতিশ্রুতি পূরণ করতে পেরে খুশি তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন