পাকিস্তানি ধর্মপ্রচারকের নামে ছেলের নাম রাখলেন সানা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩; সময়: ১১:৩৬ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: কিছুদিন আগেই বিরাট সুখবর পেয়েছেন সানা খান মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ের পর এক ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন। আল্লাহর দেখানো পথে চলার জন্য স্বেচ্ছায় অভিনয় জগতকে বিদায় জানিয়েছিলেন এ অভিনেত্রী। নিজের নতুন জীবনের প্রতিটা পদে নিজের ধর্মকে জড়িয়ে রেখেছেন। এমনকি ছেলের নামও রেখেছেন পাকিস্তানি ধর্মপ্রচারকের নামের সঙ্গে মিলিয়ে।

২০২০ সালে সবাইকে চমকে দিয়ে রাতারাতি বিয়ের ঘোষণা করেছিলেন সানা। ঝাঁ চকচকে গ্ল্যামার দুনিয়া ছেড়ে তিনি বেছে নেন ধর্মের পথ। স্বল্প পোশাক ছেড়ে শরীর ঢাকেন বোরকায়। তবে বিয়ের পর বেশ সুখেই আছেন তিনি। তিন বছরের আগেই মাতৃত্বের সুখও পেয়ে গেলেন।

গত ৫ জুলাই সন্তানের জন্ম দিয়েছেন সানা। এখনও ছেলের কোনো ছবি শেয়ার না করলেও তার নাম প্রকাশ করেছেন তিনি। একমাত্র ছেলের নাম রেখেছেন সাইদ তারিক জামিল।

সানা জানিয়েছেন, তারিক নামের অর্থ সকালের যে তারা রাতে আসে। আর জামিলের অর্থ হল সুন্দর। ইসলাম ধর্মকে যাতে আরও ছড়িয়ে দিতে পারে তাদের সন্তান তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

কিন্তু সানার ছেলের নাম নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কারণ, পাকিস্তানি ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের নামের সঙ্গে মিল রয়েছে সদ্যোজাতের নামের। অভিনেত্রীর পোস্টে অনেকে মন্তব্য করেছেন, নামটা শুনেই মাওলানা তারিক জামিলের মুখ ভেসে উঠল। কেউ কেউ আবার দাবি করেছেন, ভারতেরও একজন তারিক জামিল দরকার ছিল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন