অ্যাপ ডেভেলপমেন্ট শিখে চাকরির সুযোগ

পদ্মাটাইমস ডেস্ক : বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের দৈনন্দিন জীবনেই অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোন নামমাত্র একটি যন্ত্র হলেও এর মূল চালিকাশক্তি হলো অ্যাপ।
দিন দিন মোবাইল ফোনের ব্যবহার এবং অ্যাপ তৈরির জনপ্রিয়তা বাড়ায় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখায় আগ্রহ বাড়ছে তরুণ-তরুণীদের।
সময়ের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এবং দেশের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখার সুযোগ নিয়ে এসেছে বিডিকলিং আইটি লিমিটেড।
প্রতিষ্ঠানটি বলছে, যে কেউ কোর্সটি করে চাকরি নিশ্চয়তার পাশাপাশি শতভাগ স্কলারশীপের সুযোগও নিতে পারে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডিকলিং আইটি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালে মোবাইল অ্যাপের ডাউনলোড ছিলো ২০৪ বিলিয়ন, যা ২০২৩ সালের মাঝামাঝিতে এসে ২৯৯ বিলিয়নে পৌঁছাতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী সহজেই অনুমান করা যায়, আগামি দিনে কতোটা জনপ্রিয়তা বাড়বে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের, সেইসঙ্গে কতোটা চাহিদা বাড়বে মোবাইল অ্যাপ ডেভেলপারের।
আরও বলা হয়েছে, কোর্সটির রেগুলার ফি ধরা হয়েছে ৩০ হাজার টাকা। তবে প্রথমবারের মতো বিডিকলিংয়ে কোর্সটি শুরু হওয়ায় ৫০ শতাংশ ছাড়ে মাত্র ১৫ হাজার টাকায় কোর্সটি করা যাবে।
প্রশিক্ষণ শেষে বিডিকলিংয়ে জব প্লেসমেন্টের সুযোগসহ থাকছে ১০০ ভাগ স্কলারশীপেরও সুযোগ। যদি কোর্সটি করে খুশি না হন, তবে শতভাগ টাকা রিফান্ড করা হবে।
আগ্রহীরা এই ঠিকানা থেকে আবেদন করতে পারবেন।