কেন মা হতে চান না ক্যাটরিনা?

পদ্মাটাইমস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। এ নিয়ে অভিনেত্রী মুখ না খুললেও সময়ই বলে দিয়েছে, নিছক গুঞ্জন ছিল সেসব।
এদিকে আজ ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। এদিন জানা গেল এই মুহূর্তে মা হওয়ার কোনও পরিকল্পনাই নেই তার ও স্বামী ভিকি কৌশলের। অভিনেত্রীর ঘনিষ্ঠজন জানিয়েছেন তার কারণ।
ভারতীয় সংবাদমাধ্যমকে ক্যাটের ঘনিষ্ঠজন বলেন, “এই মুহূর্তে নিজের ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত ক্যাটরিনা। তার পাইপলাইনে বেশকিছু ভালো ছবিও রয়েছে। সেগুলো শেষ না করে এখনই এই ধরনের কোনও সিদ্ধান্ত নিতে চান না তারা।”
তবে ভবিষ্যতেও মা হবেন না, এরকম কোনও সিদ্ধান্তের কথাও জানাননি ক্যাটরিনা। ইচ্ছে রয়েছে, তবে সবকিছু সঠিক সময়ে হবে বলে বিশ্বাসী তিনি। এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে ক্যাটরিনার।
সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’- এ দেখা যাবে তাকে। এছাড়াও ‘মেরি ক্রিস্টমাস’ ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করবেন তিনি। পাশাপাশি ‘জি লে জারা’ ছবিতেও দেখা যেতে পারে তাকে।
২০২১ সালে ৯ ডিসেম্বর গাঁটছড়া বাধেন ভিকি-ক্যাট। রাজস্থানের এক প্রাচীন দুর্গে বর-কনে সেজেছিলেন তারা। বি-টাউনের আলোচিত বিয়ে ছিল এটি।