একযুগ পর রাজশাহীর হরিয়ান ইউপির নির্বাচন আজ

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩; সময়: ১২:০৫ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : এক যুগ পর রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। সোমবার ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারণার সময়র শেষ হয়েছে। ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চলছে ভোটের লড়াই।

এই নির্বাচনে ত্রিমূখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন চশমা প্রতিকে ও স্বতন্ত্র প্রার্থী জেবর আলী মোটরসাইকেল প্রতিকে মুল লড়াই হবে। প্রার্থীরা সবায় বিজয়ের আশাবাদি। এরইমধ্যে ব্যালট বাক্স বাদে ভোটের বিভিন্ন উপকরণসহ দায়িত্বশীল ব্যক্তিরা কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছেন। প্রতিটি কেন্দ্রে আজ সকালে ব্যালট বাক্স পৌছে দেয়া হবে। পাঁচস্তর বিশিষ্ট নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে নির্বাচনী এলাকা।

হরিয়ান ইউনিয়নের নির্বাচন নিয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, “পবার হরিয়ান ইউপি নির্বাচনে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোটারগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমরা সেই পরিবেশ তৈরি করে দিয়েছি।

আইনশৃঙ্খলা বাহিনী খুবই সচেষ্ট রয়েছেন। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার হরিয়ান ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাদ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশেই অনুষ্ঠিত হবে। যারা সহিংসতা ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে।

পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বলেন, হরিয়ান ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন। ১৭ জুলাই ৯ ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮৫০ জন ও মহিলা ভোটার ৯৬৭৮ জন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন