এবার অ্যাকশনে মন দিচ্ছেন আলিয়া
পদ্মাটাইমস ডেস্ক : বলিউডের বড় সব পরিচালকেরই এখন পছন্দের তালিকায় রয়েছে আলিয়া ভাটের নাম। তাকে বলা হচ্ছে বলিউডের এই প্রজন্মের অন্যতম বহুমুখী অভিনেত্রী।
এরইমধ্যে হলিউডেও পা রেখেছেন তিনি। আগস্টেই মুক্তি পাচ্ছে ‘হার্ট অব স্টোন’।
তবে হলিউডে পা রেখেছেন বলে বলিউড ছাড়ছেন না তিনি। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এরইমধ্যে জানা গেল পরের সিনেমার জন্য পরিচালক ভসন বালার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আলিয়া। সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকছেন করণ জোহর ও তার সংস্থা ধর্ম প্রোডাকশন্স।
‘মণিকা, ও মাই ডার্লিং’, ‘মর্দ কো দর্দ নহি হোতা’র মতো সিনেমার পরিচালক ভসন বালা। আলাদা ঘরানার সিনেমার জন্য নামডাক আছে ভসন বালার। শোনা যাচ্ছে, ‘অ্যাকশন এন্টারটেনমেন্ট’ ঘরানার একটি সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষ। সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু হতে পারে।
এই সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকছেন করণ জোহর। করণের হাত ধরেই বলিউডে অভিষেক আলিয়ার।