এসএসসি পাসে এসিআইয়ে চাকরির সুযোগ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৩; সময়: ৪:০২ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম : ডিস্ট্রিবিউশন ক্যাডেট।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।

কাজের ধরন : দৈনিক অফিস থেকে বাস/মোটরসাইকেল/সিএনজি/ব্যাটারি চালিত অটোর মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করে অফিসে জমা দেয়া। গ্রাহকের কাছে সময়মতো পণ্য সরবরাহ করা। ডেলিভারির সময় যেকোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা।

চাকরির ধরন : পূর্ণকালীন।

বয়সসীমা : ১৮-৩৫ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ : নিজস্ব মোটর সাইকেল/সিএনজি/ব্যাটারি চালিত অটো ভেহিকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সিএনজি/ব্যাটারি চালিত অটো ভেহিকেলের খরচ প্রদান করা হবে। প্রার্থীর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই নিজস্ব স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

কর্মস্থল : কুমিল্লা, কুষ্টিয়া, চট্টগ্রাম, নরসিংদী, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, মাদারীপুর, রংপুর, রাজশাহী, ঢাকা (সাভার), মৌলভীবাজার (শ্রীমঙ্গল)।

বেতন : ১২,০০০—১৫,০০০ টাকা।

আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২৩।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন