সানি লিওনকে যে কারণে ঘৃণা করেন তার মা
পদ্মাটাইমস ডেস্ক : আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয় সানি লিওনকে নিয়ে। বহু বছর আগে পর্ন দুনিয়া থেকে বিদায় নিলেও নিস্তার মেলেনি তার।
এখনও তাকে ওই দৃষ্টিতে দেখেন অনেকে। এবার জানা গেক সানি লিওনের মাও তাকে ঘৃণা করেন। ভারতীয় সংবাদমাধ্যমকে এ কথা সানি লিওন নিজেই জানিয়েছেন।
পেশাদার জীবনের অনেকটা সময় প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে কাটিয়েছেন সানি লিওন। জন্মসূত্রে কানাডার শিখ পরিবারের সন্তান সানি লিওন। তার পারিবারিক নাম ছিল করণজিৎ কৌর। তিনুই যখন পর্ন দুনিয়ায় নাম লেখান তখন মাত্র ১৯ বছর বয়স তার।
নীল ছবির দুনিয়ায় পা রেখেই সানি বদলে ফেলেন নিজের নাম। তার ভাইয়ের নাম ধার নিয়ে নাম বদলে হলেন সানি লিওন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপর থেকেই আমার নাম হয় সানি লিওনি।
তবে নাম বদলে ফেলায় আমার মা আমাকে সহ্য করতে পারেননি। বলা ভালো, এক প্রকার ঘেন্নাই করেন। বারবার বলেন এত নাম থাকতে এইটাই পছন্দ হলো! আমি বলি, কী করব, যা মাথায় এসেছে সেটাই বলেছি।”
সম্প্রতি অনুরাগ কশ্যপের কেনেডি সিনেমা করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া চলতি বছর কানে দ্যুতি ছড়িয়েছেন সানি। এটাই ছিল তার প্রথম কান উদযাপন।