অভিনেতার ব্যানার লাগাতে গিয়ে দুই ভক্তের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩; সময়: ১১:৪৩ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : তামিল সুপারস্টার সূর্যের দুই অনুরাগী তার জন্মদিনের উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পালনাড়ু জেলায় ঘটেছে এই ঘটনা।

তারকাদের নিয়ে অনুরাগীদের পাগলামি নতুন কোনো ঘটনা নয়। অভিনেতার বড় বড় ছবি টাঙানো, বাজি ফাটানো, কেক কাটা, বাড়ির সামনে জড়ো হওয়ার মতো ঘটনা তো ঘটতেই থাকে। তবে তা যে এমন রূপ নিতে পারে, বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি।

স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার মপুলাভারিপালেম গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাক্কা ভেঙ্কটেশ ও পলুরি সাই মারা গেছেন।

দুজনেই অভিনেতা সূর্যের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফ্লেক্সের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, নিহত দুজন নরসারাওপেটের একটি বেসরকারি ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসারাওপেট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পলুরি সাইয়ের বোন অনন্যা এই মৃত্যুর জন্য দায়ি করেছেন কলেজকে।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর জন্য কলেজই দায়ী। আমরা কলেজে অনেক ফি দিচ্ছি। কলেজে যোগদানের আগে তারা আমাদের আশ্বস্ত করেছিল যে সুরক্ষার দিক দেখা হবে এবং তাদের মনিটরিংও করা হবে।

কিন্তু কলেজ ছাত্রাবাসে থাকা ছাত্রদের সুরক্ষার তদারকিতে গাফিলতি করছে তা স্পষ্ট। আমরা দিনমজুর। অনেক কষ্টে ভাইয়ের কলেজের ফি যোগার করতাম। চাইতাম ওর ভবিষ্যত যাতে অন্ধকার না হয়।’

দক্ষিণের জগতের খুব বিখ্যাত নাম সূর্য। ‘সুরারাই পোত্রু’ ও ‘জয় ভীম’ ছবিতে অভিনয়ের পর এখন তো তার খ্যাতি দেশজোড়া।

কিছুদিন আগে এই অভিনেতার বলিউডে পা রাখার কথাও শোনা গিয়েছিল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন