বর্ণাঢ্য আয়োজনে সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ বছর পূর্তীতে “সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস” উদযাপিত হয়েছে।
বুধবার সকালে রবীন্দ্র কাচারী বাড়িতে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ- আজম।
এরপর সকল ছাত্র-ছাত্রী কর্মচারী কর্মকর্তা ও শিক্ষকরা মিলে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কাঁচারী বাড়িতে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কেক কর্তন অনুষ্ঠানে মধ্য দিয়ে শুরু হয় সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের মূল অনুষ্ঠান। এসময় আলোচনার সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসময় সংগীত পরিবেশন করেন। দিনভর এ আয়োজন চলবে। এছাড়াও কাচারী বাড়িতে পাঁচটি বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের দোকানে তাদের হাতের কাজের প্রদর্শনী করেন।
অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ- আজম বলেন, এত সল্প সময়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজ ছাত্র-ছাত্রীদের পছন্দের জায়গা হয়ে উঠেছে। ক্যাম্পাস না থাকার কারণে নানাবিধ জটিলতার থাকলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে ভিন্ন আঙ্গিকে ভাবছেন সবাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহম্মদ, সহকারী প্রক্টর ফখরুল ইসলাম, রেজিস্টার সোহরাব আলী সহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।