জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩; সময়: ১২:০৯ pm | 
খবর > লিড

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন হচ্ছে।

তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র রয়েছে ৭০ হাজার ৯৭৫ জন। ছাত্রীর সংখ্যা ৮৮ হাজার ২৪৫ জন।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৫ জন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন