ক্রাউন সিমেন্টে ইনচার্জ পদে চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের স্টোরে ইনচার্জের শূন্যপদে লোকবল নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির আশুলিয়া অফিসে নিয়োগ পাবেন।
পদের নাম : স্টোর ইনচার্জ (র্যাঙ্কড ডেপুটি ম্যানেজার/ম্যানেজার)।
পদ সংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : হিসাববিজ্ঞানে ব্যাচেলর অব কমার্স (বিকম)। এসএপি প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া স্টোর ম্যানেজমেন্টে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
কাজের ধরন : সময়সূচি অনুযায়ী স্টোর কার্যক্রম যেমন মালামাল প্রস্তুত, মিশ্রণ, পণ্য গ্রহণ, সঞ্চয়, লোড করা, প্রেরণ ইত্যাদি পরিচালনা করা। নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির মতো নীতি এবং পদ্ধতিগুলোর সঠিক ব্যবস্থাপনা করা। স্টোরের সরঞ্জাম এবং যানবাহন বজায় রাখা এবং প্রয়োজন অনুসারে মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা করা।
চাকরির ধরন : পূর্ণকালীন।
কর্মক্ষেত্র : অফিস।
বয়সসীমা : ৩২-৪০ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা : আগ্রহী প্রার্থীকে এসএপি বাস্তবায়ন ও স্টোর ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। সিমেন্ট শিল্পে প্রার্থীর ধারণা থাকতে হবে।
নিয়োগের স্থান : ঢাকা (আশুলিয়া)।
বেতন : আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা : টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, স্টোর এবং গুদাম ব্যবস্থাপনা সিস্টেম এবং সফটওয়্যার সম্পর্কে জানার সুযোগ।
আবেদন পদ্ধতি : আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে www.crowncement.com এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ : ০৭ আগস্ট, ২০২৩।