পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত:
আগস্ট ১, ২০২৩; সময়: ৪:৩৪ pm | 
খবর > লিড

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের লেকপাড় পুকুরের পানিতে ডুবে অনন্যা হিয়া ও তাসপিয়া জাহান নামে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টিতে ভিজে গোসল করতে বের হয় ওই দুই শিক্ষার্থী। লেকপাড় পুকুরে নেমে তারা গোসল করছিলেন, এসময় সাঁতার না জানা এক শিক্ষার্থী পুকুরের একটু গভীরের দিকে গেলে পরে সে তলিয়ে যায়। এটা দেখে অপর শিক্ষার্থী তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায়।
ঘটনাটি দেখে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করার পর চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইএসডি বিভাগের দ্বিতীয় বিভাগের ছাত্রী।