এমপির ফেসবুকে অশ্লীল ছবি, রাজশাহীতে তোলপাড়

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩; সময়: ৫:২৮ pm | 
খবর > বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনের ফেসবুকে নারী অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে। তার নিজস্ব ফেসবুকের মাই ডে স্টোরি গ্যালারিতে ওই অশ্লীল ছবিটি সকাল থেকে ভেসে ওঠে।

এমপি আয়েনের ফেসবুকের মাই ডে স্টোরিতে দেখা যায়, একজন বিবস্ত্র নারী বসে আছেন পেছানে। তার পিছনের দিকের শরীরের অংশ দেখা যাচ্ছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।

এমপি আয়েন উদ্দিনের ব্যক্তিগত সহকারি ইকবাল হোসেন জানান, ‘‘এমপির ফেসবুক আইডি হ্যাক হয়েছে। কে বা কারা ফেসবুকটি হ্যাক করে অশ্লীল ছবি প্রচার করছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন