রাসুলুল্লাহ (স.) যে চার বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩; সময়: ২:০৫ pm | 
খবর > ধর্ম

পদ্মাটাইমস ডেস্ক : দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা সকল অকল্যাণ ও ক্ষতি থেকে আমাদের বাঁচান, আমাদের সব অসম্ভবকে সম্ভব করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমার কাছে দোয়া করো; আমি তোমাদের দোয়া কবুল করব।

(সুরা মুমিন: ৬০) রাসুলুল্লাহ (স.) বলেন, ‘নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তাঁর কোনো বান্দা তাঁর প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (সুনানে আবু দাউদ: ১৩২০)

সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। এখানে এমন এক দোয়া তুলে ধরছি, যেখানে চারটি অকল্যাণকর বিষয় রয়েছে। ওসব বিষয় থেকে নবীজি (স.) আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আমরাও সেই বিষয়গুলো থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ।

দোয়াটি হলো— اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الأَرْبَعِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নী আঊজুবিকা মিনাল আরবায়ি মিন ইলমিল্লা- ইয়ানফাউ, ওয়ামিন ক্বালবিল্লা- ইয়াখশাউ, ওয়ামিন নাফসিল্লা- তাশবাউ, ওয়ামিন দুআয়িল্লা- ইউসমাউ’ ‘হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন থেকে যা (তোমার ভয়ে) ভীত হয় না; এমন দোয়া থেকে যা শোনা হয় না (প্রত্যাখ্যান করা হয়); এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান থেকে যা কাজে আসে না। তোমার কাছে আমি এ চার জিনিস থেকে আশ্রয় চাই।’

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) এই দোয়া পড়ে আল্লাহর কাছে চার বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করতেন। (আবু দাউদ: ১৫৪৮; ইবনে মাজাহ: ৩৮৩৭)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়াটি বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন