নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা
প্রকাশিত:
সেপ্টেম্বর ৭, ২০২৩; সময়: ৬:৩৪ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর ড. আবদুল খালেক, প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, প্রফেসর ড. মকসুদুর রহমান, প্রফেসর আব্দুর রউফ, সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ।
এছাড়া বিশেষ আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন, এনবিআইইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী।