রাজবাড়ীতে দুই মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজবাড়ীতে করা দুই মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ সুধাংশু শেখ তার জামিন আবেদন নামঞ্জুর করেন বলে বাদী পক্ষের রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, দুই মামলায় আদালতে আবু সাঈদকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিষয়ে রফিকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু ২৪ মে এবং পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ২৫ মে রাজবাড়ীর আদালতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করেন।
আসামি পক্ষের কামরুল আলম বলেন, বিএনপি নেতা চাঁদ জামিন চেয়েছিলেন। আদালত নামঞ্জুর করেছেন।