আমীর খসরুর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির মহাসমাবেশের দিন নয়াপল্টনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ডিবি অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ জানান, পুলিশ হত্যা ও সহিংসতায় ইন্ধনদাতারা গ্রেপ্তার হচ্ছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
বৃহস্পতিবার মধ্যরাতে ডিবির গুলশান জোন রাজধানীর গুলশান ২ নাম্বারের একটি বাসা থেকে আমীর খসরুকে গ্রেফতার করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ২৮ অক্টোবরের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। মহাসমাবেশে শুরুর কিছুক্ষণ পর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।
এ ঘটনায় গত রোববার (২৯ অক্টোবর) বিএনপির নেতাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয়। মামলাটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির অনেক সিনিয়র নেতাকে আসামি করা হয়।