দেশে নিউমোনিয়ায় প্রতি ঘণ্টায় ২-৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ১১:৫৭ am | 
খবর > শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর.বি) এর সাম্প্রতিক গবেষণার ফলাফল বলছে দেশে প্রতি বছর ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়। আর অনুমানিক প্রতিঘণ্টায় ২-৩টি শিশু মারা যায় । বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ খাওয়ানো হলে নিউমোনিয়ার আশঙ্কা শতকরা ১৫ ভাগ কমে যায়।

শীতের আমেজটা উপভোগ্য হলেও শিশুদের জন্য এ ঋতু নিয়ে আসে ঠান্ডাজনিত রোগ-বালাই। শিশুদের নিউমোনিয়া রোগের ঝুঁকি বাড়ায় শীত। প্রতিবছরের মতো এবারও হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগী।

আইসিডিডিআরবির গবেষণা বলছে, দেশে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। প্রতি হাজারে ৩৬১ জন এ রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ভর্তির ৪৫ শতাংশ শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়।

বাংলাদেশ শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সারাবন তহুরা বলেন, নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া ইনফেকশন জনিত রোগ। এর ফলে আক্রান্ত শিশু কিছুই খেতে পারে না এবং বমি করে। তখন একটুও সময় নষ্ট করা যাবে না।

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এ আর এম লুৎফুল কবির বলেন, আক্রান্ত শিশুর বয়স দুই মাসের নিচে হলে তার শ্বাসের গতি হবে ৬০ বা আরও বেশি । অন্যদিকে দুই থেকে ১২ মাস শিশুর শ্বাসের গতি হবে ৫০ বা আরও বেশি এবং এক থেকে পাঁচ বছরের মধ্যে হলে ৪০ বা আরও বেশি হবে।

ঘরের মধ্যে বাতাসের গুণগতমান উন্নত করার মাধ্যমে নিউমোনিয়ায় মৃত্যুঝুঁকি অর্ধেক কমানো সম্ভব। এছাড়া প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ালে এ হার কমতে পারে ১৫ শতাংশ পর্যন্ত। তাই এই কঠিন সময়ে শিশুদের ব্যাপারে বাড়তি সচেতনতার পরামর্শ চিকিৎসকদের।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন