মহাদেবপুরে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : উৎসবমুখর পরিবেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩, (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের নিকট তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম ও প্রভাত কুশুম ব্যানার্জী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সাবেক জেলা পরিষদ সদস্য আদম আলী রিপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান মনজুর আলম মনজু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ইঞ্জিনিয়ার রাহেনুল হক লুসা, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বেলাল উদ্দীন, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।