নওগাঁ-২ আসনে শহীদুজ্জামান সরকারসহ ৭ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩; সময়: ৫:১১ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট-পত্নীতলা নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থীদের তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ৫ম বারের মত নৌকার মাঝি শহীদুজ্জামান সরকারের পক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ৩০ নভেম্বর বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার আসমা খাতুনের নিকট দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা প্রদান করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান, এ্যাড.আইয়ুব হোসেন, জাকের পার্টির দলীয় প্রার্থী এস.জে.এম, আর ফারুক উপজেলা নির্বাহী অফিসে মনোনয়নপত্র জমা প্রদান করেন।

এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ড. এইচ এম আকতারুল আলম, জাতীয় পার্টির দলীয় প্রার্থী নওগাঁ জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, পত্নীতলার কাজল চন্দ্র দাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসক নওগাঁর নিকট মনোনয়ন জমা প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন