রাজশাহী-৫ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন ২ স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : আওয়ামী লীগের দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ এবং কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝরের নিকট মনোনয়নপত্র জমা দেন।
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তারা দুজন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান নির্বাচনী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে তারা এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে আহসানুল হক মাসুদ সাংবাদিকদের বলেন, আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম আমাকে দেয়নি, তাই মাননীয় সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে আমি প্রার্থী হয়েছি।
যাতে করে ভোট প্রতিযোগিতামূল, উৎসবমুখর, গ্রহণযোগ্যতা ও অবাধ সুষ্ঠু হয়। আমরা ভোট করলে দল থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করবে না। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি এবং শেষ পর্যন্ত মাঠে থাকবো।
মনোনয়ন দাখিল শেষে ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ প্রার্থী হতে পারবে। একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমাদেরকে ডেমো প্রার্থী হতে বলেছে।
অসহায় গরীব দুঃস্থ জনগন আমার সাথে আছে তারা আমাকে যে ভালবাসা দেয় এতে আমি শতভাগ আশাবাদী জনগণের ভোটের মাধ্যমে আমি জয় লাভ করবো।