স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর পেলেন ঈগল

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩; সময়: ৩:০৯ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচন করতে যাওয়া স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান প্রতিক বরাদ্দ পেয়ছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ ওবায়দুর রহমানের হাতে ঈগল প্রতীক তুলে দেন।

এদিন, রাজশাহী রিটার্নিং কর্মকর্তা রাজশাহী- ৫ আসনের প্রতিক ঘোষণার সময় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান তার কোনো পছন্দের প্রতীক আছে কিনা জানতে চাই, এসময় তিনি পছন্দের প্রতীক হিসেবে ঈগল পাখি চান। অন্য কোনো প্রার্থী এই প্রতীক না চাওয়ায় তার হাতে ঈগল পাখি প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, যত বাধা-বিপত্তি আসুক নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ওবায়দুর রহমান বলেন শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে জয়যুক্ত হয়ে আসবো বলে তিনি আশা ব্যাক্ত করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন