রাজশাহী-৩ আসনে আসাদের পক্ষে ছাত্রলীগের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনে আওয়ামী লীগের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান অসাদের নৌকা মার্কায় ভোট চেয়ে জনসংযোগ ও পথ সভা করেছে পবা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দের পর প্রচারনার প্রথম দিনে পবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল কারিমের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা এলাকায় নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারনা ও জনসংযোগ করেন পবা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত কাশিয়াডাঙ্গা এলাকার বিভিন্ন মোড়ে জনসংযোগ করে কাশিয়াডাঙ্গা মোড়ে নৌকার মার্কায় ভোট প্রার্থনা করে পথাসভা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান প্রমি, পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সিয়াম, ছাত্রলীগ নেতা সাগর, সাইম, সোহেলসহ স্থানীয় ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।