রাজশাহী সদরে ভোটের মাঠে ফিরলেন অধ্যক্ষ বাদশা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিলে রিটানিং অফিসার ও আপিল বিভাগ তার মনোনয়নপত্র বাতিল করে। তবে উচ্চ আদালতে রিট করে প্রার্থীতা ফিরে পেয়েছেন শফিকুর রহমান বাদশা।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, সোমবার শুনানি শেষে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে আমি প্রার্থী থাকছি এবং মঙ্গলবার প্রতীক নিয়ে ভোটের মাঠে নামবো। কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহি তিনি।
এবারও রাজশাহী সদর আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা। তিনবারের এই এমপির সঙ্গে ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র হয়ে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরও জানান, প্রার্থীতা বাতিল সংক্রান্ত সোমবার উচ্চ আদালতে শুনানি হয়। এতে শুনানি করে দায়িত্ব প্রাপ্ত বিচারপতি নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। ফলে তার প্রার্থী হওয়ার আর কোন বাধা থাকল না।
এ আসনে তারা দুইজন ছাড়াও প্রার্থী রয়েছেন জাসদের আব্দুল্লাহ আল মাসুদ শিবলী (মশাল), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙল), বিএনএমের কামরুল হাসান (নোঙর), মুক্তিজোটের ইয়াসির আলিফ বিন হাবিব (ছড়ি) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার (ডাব) প্রতীক পান।