রাজশাহী সদরে প্রচারে নামলেন স্বতন্ত্র প্রার্থী বাদশা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ফিরে প্রচারে নামলেন রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পেয়ে মঙ্গলবার সকালে তিনি রাজশাহী ফিরেছেন।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ । তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিলে রিটানিং অফিসার ও আপিল বিভাগ তার মনোনয়নপত্র বাতিল করে। তবে উচ্চ আদালতে রিট করে প্রার্থীতা ফিরে পেয়েছেন শফিকুর রহমান বাদশা।
রাজশাহী আসার পর পোষ্টার নিয়ে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা চলে যান দলীয় কার্যালয়ে। সেখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের হাতে পোস্টার তুলে দিয়ে প্রচার শুরু করেন বাদশা। মোহাম্মদ আলী কামাল এবার নৌকার টিকিট পেয়েছিলেন। তবে আসনটি জোটকে ছেড়ে দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। তাই দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ও বন্ধু মোহাম্মদ আলী কামালের কাছে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ আসনে এবার সাতজন প্রার্থী রয়েছেন। এরা হলেন ফজলে হোসেন বাদশা (নৌকা), অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা (কাঁচি), জাসদের আব্দুল্লাহ আল মাসুদ শিবলী (মশাল), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙল), বিএনএমের কামরুল হাসান (নোঙর), মুক্তিজোটের ইয়াসির আলিফ বিন হাবিব (ছড়ি) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার (ডাব)।