রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বাদশার কাঁচি প্রতীকে গণসংযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩; সময়: ৭:৪৭ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার, কোর্ট বাজার, কোর্ট স্টেশন, দলিল লেখক সমিতি ও এ্যাডভোকেট বারে গণসংযোগ করেন রাজশাহী-২ (রাজশাহী সিটি কর্পোরেশন) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফটিক, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ প্রমুখ।

 

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন