সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জিরো টলারেন্স নীতি আমাদের: ইসি রাশেদা সুলতানা

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩; সময়: ৫:২৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন কাজ করছে। এ নিয়ে যারা পরিবেশ বিগ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদের। বিশৃঙ্খলা করলে প্রার্থীতাও বাতিল হতেও পারে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি আরও বলেন, কেউ যদি আচরণ ভঙ্গজনিত কাজ করে, সে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারি।

এর আগে সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন