বই বিতরণ করবেন ডিসি, ইউএনওরা

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩; সময়: ১২:২৫ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ১ জানুয়ারি সারাদেশে বই উৎসব আয়োজনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের রুটিন কার্যক্রম হিসেবে আনুষ্ঠানিকভাবে সারা দেশে পাঠ্যবই বিতরণে বই উৎসব আয়োজনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসির সম্মতি না পাওয়ায় এবার কেন্দ্রীয়ভাবে বই উৎসব আয়োজন হচ্ছে না। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বই উৎসব আয়োজনের ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ নিয়ে সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এর আগে গত রোববার রাতে নির্বাচন কমিশন সরকারের রুটিন কাজ হিসেবে সারাদেশে বই উৎসব আয়োজনে সম্মতি দেয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় বই উৎসব আয়োজনের সম্মতি দেয়া হয়নি।

নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ কর্মস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মধ্যে যথানিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানিকভাবে বই বিতরণ কাজ শুরুর সম্মতি দিলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে পাঠানো এক আদেশে সারাদেশে বই উৎসব আয়োজনের ব্যবস্থা নিতে বলা হয়।

উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট সবার সমন্বয়ে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন