সাপাহারে নৌকার নির্বাচনী ক্যাম্পে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পরে ক্যাম্পের পোস্টার ও ব্যানার পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার ৭নং ওয়ার্ডের কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের পার্শের গ্রামের মৃত- এসতাব আলীর ছেলে মৎস্যচাষী ইলিয়াস হোসেন (৬০) বাজাজ সিটি মোটরসাইকেল রেখে পাশে এক পুকুরে জেলেরা মাছ ধরছিলেন সেখানে যান তিনি। তার ২০ মিনিটের মধ্যে জেলেরা আগুন ও ধোয়া দেখতে পায়।
ঘটনাস্থলে জেলেরা গিয়ে দেখেন নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের বাহিরে রাখা মোটরসাইকেলটি কে বা কাহারা নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের ভিতর রেখে মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়।
এসময় ক্যাম্পের ভিতরে দাউ দাউ করে আগুনে জ্বলছে মোটরসাইকেল ও ব্যানার-পোস্টার। তার পরে স্থানীয় জেলেরা ক্যাম্পের পাশে অবস্থিত বাড়ির লোকজনদের ডেকে আগুন নিভাতে প্রায় ১ ঘন্টা লেগে যায়। এর মধ্যে মোটরসাইকেলটি সম্পূর্ন পুড়িয়ে যায়। খবর পেয়ে আওয়ামীলীগের নেতা কর্মীর ছুটে আসেন।
শনিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন, সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সবুজ হোসেন ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।