নৌকার বিজয় অব্যাহত রাখতে গণসংযোগে ব্যস্ত সাধন চন্দ্র মজুমদার

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩; সময়: ৪:০০ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : সাপাহার-পোরশা-নিয়ামতপুর তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। একাধিক প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

টানা তিনবারের এই সংসদ সদস্য এবারও নৌকার বিজয় অব্যাহত রাখতে গ্রামে গ্রামে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। টানা জয়ের মাধ্যমে হ্যাট্টিক পূরণ করা মন্ত্রী সাধন মজুমদার এবার চতুর্থবার সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় আছেন।

সরেজমিনে দেখা যায়, গণসংযোগকালে মন্ত্রী স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং নৌকা মার্কায় ভোট চাচ্ছেন ।

শনিবার সকাল থেকেই তিনি নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন এর গাঙ্গুরিয়া বাজার, মুন্দিখৈর,সোনাপুরা এলাকায় গণসংযোগ করেন।

এসময় মন্ত্রী ভোটারদের সাদরে বুকে টেনে নিচ্ছেন। খোঁজ-খবর নিচ্ছেন তাদের পরিবার ও স্বজনদেরও। এদিকে, ভোটাররাও যেন খাদ্য মন্ত্রীকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে উঠছেন। ভোটারদের এমন স্বতস্ফূর্ত সমর্থন পেয়ে মন্ত্রী আবেগাপ্লুত হয়ে উঠছেন।

জানা যায়, ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে নৌকার দলীয় প্রতীক নিয়ে টানা তিনবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাধন চন্দ্র মজুমদার।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নৌকার প্রার্থীর বিজয়ী হবেন এ আসনে। কারণ হিসাবে তারা বলেন, টানা তিনবার এমপি হওয়ায় এলাকার অনেক উন্নয়ন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়া তার সাথে যারা প্রতিযোগিতা করছেন তারা এলাকায় পরিচিত নন।

ভোটাররা বলছেন, বিএনপি নির্বাচনে না আসায় সাধন চন্দ্র মজুমদারকে শক্ত প্রতিদ্বন্দ্বীতায় পড়তে হচ্ছে না। বিগত নির্বাচনে বিএনপির প্রার্থীর সাথেই মূলত নৌকার লড়াই হয়েছে। এবার সেটি হবেনা।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন