শিবগঞ্জে নৌকা-ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩; সময়: ৬:১৫ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই প্রার্থীর তিনটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৃথক জিডি করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার মোবারকপুর ও কানসাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির দুটি ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের একটি অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কানসাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসের পরিচালক নয়ন আলী জানান, শুক্রবার রাত ১টার দিকে মোহনবাগ এলাকায় নৌকা প্রতীকের অফিসে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। এতে অফিসের আসবাবপত্র ভষ্মিভূত হয়।

মোবারকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জানান, গভীর রাতে শিকারপুর গ্রামে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে অফিসের বিভিন্ন আসবাবপত্র ভষ্মিভূত হয়। অপরদিকে ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসের পরিচালক ও কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আলী জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে কানসাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সলেমান বাজারে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে।

এতে অফিসের আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, তিনটি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক জিডি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন