গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ
প্রকাশিত:
জানুয়ারি ৪, ২০২৪; সময়: ১০:৪৯ am | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক: গণঅধিকার পরিষদ (একাংশ) থেকে পদত্যাগ করেছেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি দলটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।
রোববার (৩১ ডিসেম্বর) এক চিঠির মাধ্যমে এই পদত্যাগ করেন তিনি।
ওই চিঠিতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
রেজা কিবরিয়ার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বুধবার (৩ জানুয়ারি) রাতে জানান, ব্যক্তিগত কারণে ড. রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন।