রাজশাহীতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। র্যালি, কেক কাটা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচ এম কামরুজ্জামান হেনার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং খাবার বিতরণ সহ বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচ এম কামরুজ্জামান হেনার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের অয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। এছাড়াও র্যালিতে মেডিকেল কলেজ শাখার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
র্যালি শেষে চারু মামার ক্যান্টিনে কেক কাটা হয়। এরপর দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।