নাটোরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪; সময়: ১০:১৫ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের চারটি সংসদীয় চারটি আসনে ৫৬৬টি কেন্দ্রে একসাথে শুরু হয়। সকাল ৮টার আগে থেকেই মানুষ ভোটকেন্দ্রে এসে ভির করেন।

নাটোর-৩ আসনের নৌকা প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গোল-ই- আফরোজ অনার্স সরকারী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন তার স্ত্রী ও মা। তারা সকলেই একই কেন্দ্রে ভোট দেন।

এদিকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট শুরু হওয়া এই ভোট দেখে সাধারণ ভোটাররা খুশি হন। নাটোর-২ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সদরের পিটিআই স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন।

নাটোর-৪ আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রামের দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এছাড়া নাটোর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল বাগাতিপড়ার ফাগুয়ারদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

নাটোর রির্টানিং অফিসার জেলা প্রশাসক আবু নাছের ভুঞা বলেন, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে দুইজন করে পুলিশ ও ১২ জন করে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

৫৬৬ টি কেন্দ্রের মধ্যে ১৪৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছেন জেলা পুলিশরা। পুলিশের পাশাপাশি ১৫ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন সেনাবাহিনী ট্র্যাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। সকাল ১০ টা অবদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন