মুন্সীগঞ্জে প্রাণ হারালেন নৌকার সমর্থক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪; সময়: ১১:২৮ am | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকালেই মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হাতে প্রাণ হারিয়েছেন নৌকা প্রতীকের এক সমর্থক।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিমের টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আসলাম খান। তিনি বলেন, ভোটকেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিহত জিল্লুর রহমান (৪৫) টেঙ্গর এলাকার শরীতুল মুন্সীর ছেলে। তিনি এই আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক।

টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ের একদিকে টেঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেক দিকে রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। দুটি বিদ্যালয়ই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র।

স্থানীয়রা জানান, সকালে টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে জিল্লুর রহমানের সঙ্গে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ সুপার আসলাম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন